যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
Published : 06 Feb 2023, 11:46 PM
কোভিড মহামারীতে দুই বছর ছেদ পড়ার পর এবার ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের শহীদ মিনারে আগমন, অবস্থান ও প্রত্যাগমনের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ব্যাপক নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হবে।
সংশ্লিষ্ট এলাকা ভিডিও সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসা হবে। থাকবে সিসিটিভি, নাইট ভিশন ক্যামেরা ও আর্চওয়ে।
ঢাকার বাইরে অন্যান্য মহানগর, বিভাগ, জেলা-উপজেলা পর্যায়ের কর্মসূচিতেও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা যাতে শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেন করতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা যেন নির্বিঘ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারে, সেজন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রস্থানের পর ৩০ মিনিট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ড প্রতিরোধে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি, যন্ত্রপাতি থাকবে। বিভিন্ন জেলা উপজেলায় ফায়ার সার্ভিস সমন্বয় করে কাজ করবে।
এছাড়া প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স, ওষুধসহ দুইটি চিকিৎসা ক্যাম্প থাকবে বলে সভায় জানানো হয়।