চট্টগ্রাম থেকে ৬০৫ নম্বর কনটেইনার ট্রেনের শেষের দুইটা ক্যারেজ লাইনচ্যুত হয়।
Published : 19 Mar 2025, 03:59 PM
চট্টগ্রাম থেকে ঢাকার কমলাপুর স্টেশনে প্রবেশের সময় কন্টেইনারবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল কয়েক ঘণ্টা।
বুধবার কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, এতে প্রায় আড়াইঘণ্টা ঢাকামুখী এবং দেড় ঘণ্টার বেশি সময় ধরে ঢাকা থেকে বের হওয়ার ট্রেন বন্ধ ছিল।
পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কমলাপুরের স্টেশন মাস্টার মো.আনোয়ার হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সাড়ে ১১টার চট্টগ্রাম থেকে ৬০৫ নম্বর কনটেইনার ট্রেনের শেষের দুইটা ক্যারেজ লাইনচ্যুত হয়। খিলগাঁও রেলগেট পার হয়ে স্টেশনে প্রায় ঢুকে গেছে এমন সময় পেছনের দুটি ট্রলি লাইনচ্যুত হয়।“
কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন কনটেইনার ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে বের হওয়ার এবং প্রবেশের পথ বন্ধ ছিল।
“এরমধ্যে বেলা ১টা ১০ মিনিটে আপলাইন (কমলাপুর থেকে বের হওয়ার লাইন) ক্লিয়ার করা হয়। আর বেলা দুইটায় ডাউন লাইন (ঢাকায় প্রবেশের লাইন) ক্লিয়ার করা হয়েছে।
“এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”