নতুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে ফরিদপুর ও কক্সবাজারে।
Published : 17 Jul 2024, 02:05 PM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত ও প্রাণহানির ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের আরো দুই জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি মোতায়েন করা নতুন দুই জেলা হল ফরিদপুর ও কক্সবাজারে।
বুধবার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি নামনো হয়েছিল।
কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের ১ তারিখ থেকে শুরু আন্দোলন সংঘাত-সংঘর্ষে পৌঁছায় মঙ্গলবার।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ে আন্দোলনকারী ও সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। দুই পক্ষের শক্ত অবস্থানে দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হয়।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘাতের এসব ঘটনায় আহত হয়েছেন কয়েকশ মানুষ। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, রাজধানীতে দুইজন এবং রংপুরে একজন করে মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় জেলায় নামানো হয় বিজিবি।