পুলিশ না থাকায় এসব মৃতদেহ সেখানেই পড়ে আছে।
Published : 06 Aug 2024, 12:05 PM
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে লেকের পাড়ে উঁচু পেভমেন্টে মঙ্গলবার সকালে চারটি লাশ পড়ে থাকতে দেখা গেছে।
ইমরান নামে এক পথশিশু জানায়, সোমবার বিকালে বঙ্গবন্ধু ভবনে ভাঙচুরের সময় সে এখান থেকে ছোট ছোট রড কুড়াতে ঢুকে। তখন হাতে ব্যান্ডেজওয়ালা (চার লাশের একটি) তরুণকে ভেতরে জিনিসপত্র কুড়াতে দেখেছিল। সকালবেলা দেখে, এখানে তার লাশ পড়ে আছে।
মঙ্গলবার সকালে সেখানে আশপাশের মানুষের জটলা দেখা গেছে। তারা বলছিলেন, পুলিশ নেই, লাশ কে উদ্ধার করবে?
সোমবার বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটিতে আগুন জ্বলতে থাকে।
আন্দোলনকারীরা ঐতিহাসিক এই বাড়িতে যখন আগুন ধরিয়ে দিচ্ছিল, তখন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল।
ঘটনার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক পাভেল রহমান জানিয়েছিলেন, শুক্রাবাদের দিক দিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তিনি।
তিনি বলেছিলেন, “যেখানে শ্রদ্ধা নিবেদন করা হয় সেই প্রতিকৃতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বই বিক্রয়কেন্দ্র ও বাড়ির সবগুলো রুমও জ্বালিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট আর কিছু নাই, দেয়াল; জানলা সব পুড়ে যাচ্ছে।”
ওই জাদুঘরে রাখা বই, রড, নির্মাণ সামগ্রীসহ অক্ষত যেসব জিনিস রয়েছে, সেগুলো লুট করা হচ্ছিল বলে জানান তিনি।