দুই সাংবাদিককে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
Published : 19 Sep 2024, 11:25 PM
জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পর সাবেক সচিব এম মাহফুজুল হককে পর্তুগালের রাষ্ট্রদূত করা হচ্ছে।
সরকারের পালাবদলের পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে অবসর থেকে ফিরিয়ে এনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২০০৮-২০০৯ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে পালন করা মাহফুজুলকে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার তিন বছরের জন্য সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
পরে আরেকটি প্রজ্ঞাপনে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
এর আগে গণআন্দোলনে ক্ষমতার পালাবদলের পর গত ১৭ অগাস্ট অবসর থেকে ফিরিয়ে এনে চুক্তিতে পাঁচজনকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
পরদিন সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এসব কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন ২ জন
এদিন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নিয়োগ পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাংবাদিক সুচিস্মিতা তিথি এবং অপর একটি সংবাদমাধ্যমে ভিজুয়াল সাংবাদিক ও প্রতিবেদক হিসেবে কাজ করা নাইম আলী।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ দুই সাংবাদিককে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ১৪ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব পান বার্তা সংস্থা এএফপির ঢাকার ব্যুরোর চিফ শফিকুল আলম।
এ ছাড়া অপূর্ব জাহাঙ্গীরকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ও শাব্বীর আহমদকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।