ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এই পাঁচ কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে কর্মজীবন শেষ করেছিলেন।
Published : 18 Aug 2024, 11:17 PM
গণ আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পাঁচ কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে।
একদিন আগে এসব কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে এনে চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন-মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হক, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব নাসিমুল গনি এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এই পাঁচ কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে কর্মজীবন শেষ করেছিলেন, যাদের শনিবার অন্তর্বর্তী সরকারের প্রশাসনে সচিব হিসেবে ফিরিয়ে আনা হয়। পরদিন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাদের জ্যেষ্ঠ সচিব পদমর্যাদা দেওয়ার তথ্য জানাল।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই প্রশাসনে ব্যাপক রদবদল করা হচ্ছে। এরমধ্যে আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি না পাওয়া এই পাঁচ অতিরিক্ত কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।