নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে ফল যা-ই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান।
Published : 26 Jun 2014, 10:16 AM
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর ঘণ্টা দেড়েক পর এ প্রতিক্রিয়া জানান তিনি।
নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্রে সাংবাদিকদের তিনি বলেন, “জয় কিংবা পরাজয়-এর বাইরে তো কিছু হবে না। যেদিন নির্বাচনী পেপারে স্বাক্ষর করেছি সেদিনই বলেছি ফলাফল যাই হোক তাকে স্বাগত জানাবো।”
জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য নারায়ণগঞ্জ-৫ আসনে লাঙল প্রতীক নিয়ে লড়ছেন তার ভাই সেলিম ওসমান। এ উপনির্বাচনে কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জে প্রভাবশালী হিসেবে পরিচিত ওসমান পরিবারের প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক আওয়ামী লীগ নেতা এস এম আকরাম।
নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী সেলিমের বিরুদ্ধে কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
এ বিষয়ে সেলিম ওসমান বলেন, “ভোটের আগে অনেকেই অনেক কথা বলেছিলেন। অনেক আশঙ্কা করেছিলেন। কিন্তু অনাকাঙিক্ষত কোনো ঘটনা ঘটেনি।”
উপনির্বাচনে এ দুই প্রার্থীর বাইরে কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত শফিকুল ইসলাম দেলোয়ার গামছা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চিংড়ি মাছ প্রতীক নিয়ে লড়াইয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নাসিম ওসমান গত ৩০ এপ্রিল মারা যান। এরপর গত ১৯ মে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।