কঠোর নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
Published : 26 Jun 2014, 08:50 AM
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়। টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সকালে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুব কম দেখা গেছে।
নারায়ণগঞ্জ ক্লাব ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহসীন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
ভোট শুরুর ঘণ্টা দুয়েক পর রিটার্নিং কর্মকর্তা মিহির সরোয়ার মোর্শেদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথোও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখা হচ্ছে।
জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়। এ আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থী দেয়া হয়নি। জাতীয় পার্টির পক্ষ থেকে লাঙল প্রতীকে লড়ছেন প্রয়াত সাংসদের ভাই সেলিম ওসামান।
তার বিপরীতে আনারস প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক আওয়ামী লীগ নেতা এস এম আকরাম, যিনি ২০০১ সালে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে এই আসনে জয়ী হয়েছিলেন।
এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত শফিকুল ইসলাম দেলোয়ার গামছা প্রতীক নিয়ে এবং চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ ।
প্রায় সাড়ে তিন লাখ ভোটার তাদের প্রতিনিধি বাছাইয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সেলিম ওসমান এ আসনের ভোটার না হওয়ায় তিনি ভোট দিতে পারবেন না।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আকরাম মণ্ডলপাড়ায় গণবিদ্যা নিকেতনে ভোট দেবেন বলে জানা গেছে।
ওই নির্বাচনে আইভীর কাছে হেরে যাওয়া আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এখন নারায়ণগঞ্জের আরেকটি আসনের সংসদ সদস্য।
সাত খুনের পর নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের শঙ্কার মধ্যে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন।
এ আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন। মোট ১৪১টি কেন্দ্রের ৬৭৪টি কক্ষে ভোটগ্রহণ হবে।
প্রতিটি ভোটকেন্দ্রে ১৯ জন, আর গুরুত্বপূর্ণ ৯৮টি কেন্দ্রের প্রতিটিতে অতিরিক্ত ২০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
এছাড়া পুলিশের ২২টি মোবাইল টিমও মাঠে রয়েছে। রয়েছে র্যাবের ১৮টি মোবাইল টিম।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরাও নিয়োজিত রয়েছেন।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নাসিম ওসমান গত ৩০ এপ্রিল মারা যান। এরপর গত ১৯ মে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।