Published : 01 Apr 2013, 01:05 PM
হরতালের আগের দিন সোমবার বিকালে রাজধানীতে কয়েকটি গাড়ি পোড়ানোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমাগুলো ফাটানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটায় সলিমুল্লাহ হলের সামনে দুষ্কৃতকারীরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
বিকাল ৪টার দিকে কলাভবন এলাকায় এবং টিএসসিতে একটি করে বিস্ফোরণ ঘটে।
প্রক্টর জানান, কলাভবনের সামনে থেকে তিনটি, টিএসসির ডাসের সামনে থেকে তিনটি, কার্জন হলের পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে থেকে চারটি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সামনে থেকে চারটি হাতবোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
অধ্যাপক আমজাদ বলেন, “হরতালকে সামনে রেখে দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটাতে পারে।”
এর আগেও হরতালের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।