Published : 06 May 2025, 12:14 PM
শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও অভিবাসীবান্ধব সমাজ গঠনের আহ্বান জানিয়ে লন্ডনে বিশ্ব শ্রমিক দিবস পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
দিনটি উপলক্ষ্যে বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের যৌথ আয়োজনে শনিবার পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে ‘ইস্ট অ্যান্ড মে ডে র্যালি’ করেন তারা।
সভায় শ্রমিক অধিকার ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। প্রধান দাবিগুলোর মধ্যে ছিল— স্কিল ক্যাটাগরির আওতায় ভিসা প্রার্থীদের জন্য স্পন্সর-ফ্রি প্রক্রিয়া চালু, ভিসা ও বর্ধিতকরণ ফি কমানো, কর্মস্থলে নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা, এনএইচএস প্রাইমারি কেয়ারে সহজ প্রবেশাধিকার, প্রাইভেট বাড়িওয়ালাদের ভাড়া নির্ধারণে নীতিমালা প্রণয়ন, বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন এবং দালাল ও প্রতারণামুক্ত অভিবাসনব্যবস্থা নিশ্চিত করা।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক শাহরিয়ার বিন আলী।
যুক্তরাজ্যের পরিবহন শ্রমিকদের জাতীয় ইউনিয়নের সভাপতি অ্যালেক্স গর্ডন, দৈনিক মর্নিং স্টার-এর প্রধান সম্পাদক বেন চাকো, জুইশ সোশ্যালিস্ট গ্রুপের নেতা ও লেখক ডেভিড রোজেনবারগ এবং মাইগ্রেন্ট ভয়েস-এর ডিরেক্টর নাজেক রামাদান আন্তর্জাতিক শ্রমিক সংহতির বার্তা তুলে ধরেন।
বাংলাদেশি নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি আবেদ আলী আবিদ, বাসদ (মার্ক্সবাদী) নেতা মোস্তফা ফারুক, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের সহ-সভাপতি আখতার সোবহান খান মাসরুর, উদীচী যুক্তরাজ্য সংসদের সাধারণ সম্পাদক সেলিনা শফি এবং অর্থ সম্পাদক মাহমুদ রিয়াদ। এছাড়া উপস্থিত ছিলেন বাসদ নেতা হুমায়ুন খান।
বাংলাদেশে কৃষি শ্রমিক, চা-শ্রমিক, গার্মেন্টস শ্রমিকসহ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিতে সংহতি জানান বক্তারা। যুদ্ধমুক্ত, সমতা ও ন্যায়ের বিশ্ব গঠনে শ্রমিক ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।
আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা করে উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাজ্য সংসদের শিল্পীরা। সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টস-এর শিশুশিল্পীদের পরিবেশনায় প্রতিবাদী চেতনায় মুখরিত হয় পরিবেশনা পর্ব। অংশ নেন নৃত্যশিল্পী মোহাম্মদ দীপ।