Published : 06 May 2025, 12:07 PM
আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার লুইস গালভান মারা গেছেন। ১৯৭৮ বিশ্বকাপে শিরোপা জয় করা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে কর্দোভা শহরের একটি হাসপাতালে ছিলেন ৭৭ বছর বয়সী এই সাবেক ফুটবলার। সেখান থেকে আর ফেরা হয়নি তার।
১৯৭০ সাল থেকে ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের প্রায় পুরোটাই আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন গালভান। ক্যারিয়ারের শেষবেলায় কিছুদিন খেলেছেন বলিভিয়ার একটি ক্লাবে।
আর্জেন্টিনা জাতীয় দলে প্রথম খেলেন তিনি ১৯৭৫ সালে। ওই বছরের প্যান আমেরিকান গেমসের দলে জায়গা পান এই সেন্টার ব্যাক। ১৯৭৮ বিশ্বকাপে সবকটি ম্যাচেই তিনি খেলেন। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে গড়ে তুলেছিলেন জমাট জুটি।
পরে ১৯৮২ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন। সেবার অবশ্য খুব ভালো করতে পারেনি আর্জেন্টিনা। পরের বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। পেশাদার ফুটবল থেকে অবসরে যান ১৯৮৭ সালে।