Published : 01 Apr 2013, 04:54 AM
নগর পরিবহনের একটি বাসে ইট-পাটকেল ছুঁড়ে ভাংচুর করা হয়। এ সময় ৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই সরে যায়।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ জানান, ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আলীয়া মাদ্রসা এলাকা থেকে জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির।
হরতাল ডাকার পরপরই রোববার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, খুলনা, বাগেরহাট, গাইবান্ধা ও জয়পুরহাটে ভাংচুর চালায় শিবিরকর্মীরা। রাজধানীতে আগুন দেয়া হয় আটটি গাড়িতে।
ইসলামী ছাত্রশিবিরের পর মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলও।