'ঢাকা-সুনেত্র' লং মার্চ করবে তেল-গ্যাস রক্ষা কমিটি

দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের দাবিতে লং মার্চ করবে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2011, 06:20 AM
Updated : 8 Oct 2011, 06:20 AM
ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের দাবিতে লং মার্চ করবে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
আগামী ২৮ থেকে ৩১ অক্টোবর এ 'ঢাকা-সুনেত্র' লং মার্চ হবে। শনিবার রাজধানীতে জাতীয় কমিটির প্রতিনিধি সভায় এ ঘোষণা দেন কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
ইতোমধ্যে প্রথমবারের মতো ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করে রশিদপুর গ্যাসক্ষেত্রে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুদ নতুন করে শনাক্ত করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
এছাড়া আগামী নভেম্বর-ডিসেম্বরে সুনামগঞ্জ-নেত্রকোণায় সুনেত্র গ্যাস ক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে পেট্রোবাংলা।
শহীদুল্লাহ বলেন, "জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন বাংলাদেশের জনগণের নতুন যুদ্ধ। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে, তা না হলে দেশ সর্বনাশে নিমজ্জিত হবে।"
এছাড়া সাত দফা দাবি বাস্তবায়নে আগামী ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে জাতীয় কমিটি।
কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "সাম্রাজ্যবাদী শক্তি ও এ দেশের কমিশনভোগীদের হাত থেকে জাতীয় সম্পদ রক্ষার এই আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনার লড়াই ও মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব।"
তিনি বলেন, "সরকারের কেউ কেউ সংসদে আমাদের দেশদ্রোহী বলে, আবার আমাদের সঙ্গে আলোচনায় বসে দেশপ্রেমী বলে। আলোচনার নামে সরকার প্রহসন করেছে।"
জাতীয় কমিটির সাত দফা দাবির মধ্যে রয়েছে- সংসদে 'খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাশ', ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাদ দিয়ে বেশিক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপন, বিদেশি কোম্পানির হাতে থাকা যেসব গ্যাস ব্লক ফেলে রাখা হয়েছে সেগুলো থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্যাস উত্তোলন করতে বাধ্য করা অথবা চুক্তি বাতিল করা, বিদেশি কোম্পানির সঙ্গে আর উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) না করা।
এছাড়া কয়লা উত্তোলনে বিশ্বব্যাপি সর্বোত্তম যেসব পদ্ধতি প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ পদ্ধতিতে কয়লা উত্তোলন করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর সমক্ষতা বাড়ানোর পাশাপাশি কয়লাসহ খনিজ সম্পদ সম্পর্কে নতুন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দাবিও রয়েছে কমিটির।
বঙ্গোপসাগরের দুটি ব্লকে তেল-গ্যাস উত্তোলনে গত ১৬ জুন মার্কিন কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তি করে সরকার। এর প্রতিবাদে ঢাকায় অর্ধদিবস হরতাল পালন করে তেল-গ্যাস রক্ষা কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৮১৫ ঘ.