তেলের দাম না কমালে ট্রাকসহ পণ্যবাহী বাহনের ধর্মঘট চলবে: সমন্বয় পরিষদ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2021 05:43 PM BdST Updated: 07 Nov 2021 06:54 PM BdST
-
ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটের মধ্যে শুক্রবার ঢাকার তেজগাঁও ট্রাক স্ট্যান্ড থেকে বের হয়নি কোনো ট্রাক। ছবি: আসিফ মাহমুদ অভি
ডিজেলের দাম কমানোর দাবিতে চলমান ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্রাক, কভার্ড ভ্যান, ট্যাংকলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
রোববার দুপুরে বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমরা বৈঠক করে ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তেলের দাম না কমা পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।”
ধর্মঘটের তৃতীয় দিন রোববার ট্রাক, কভার্ড ভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের তেজগাঁও কার্যালয়ে নেতারা এ বিষয়ে বৈঠক বসেন।
বৈঠক প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ভাড়া তাদের কোনো বিষয় নয়। তেলের দাম বাড়ানোর প্রতিবাদেই তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। ডিজেলের দাম কমানোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তেলের বর্ধিত দাম প্রত্যাহারের পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার, সিটি করপোরেশন-পৌরসভার নামে চাঁদাবাজি বন্ধ করার দাবিও তোলা হয়েছে বৈঠকে।
তাজুল বলেন, “এ তিন দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার নয়।”
সরকার বুধবার মধ্যরাত থেকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায়। এর প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মঘটের ডাক দেয় ট্রাক-কভার্ড ভ্যানসহ পণ্যবাহী যানগুলোর মালিক ও শ্রমিক নেতারা। পরে বাস মালিক সংগঠনও একই কর্মসূচিতে নামে।
এর আগে শনিবার দুপুরে ধর্মঘটের দ্বিতীয় দিন ঢাকার ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় বৈঠকে হলেও এ বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় ধর্মঘট অব্যাহত থাকে।
এমন প্রেক্ষাপটে শনিবার বিকালের পর লঞ্চ মালিকরাও যোগ দেন ধর্মঘটে। হঠাৎ করে তারা লঞ্চ চালানো বন্ধ করে দেন।
লঞ্চ চলাচল বন্ধের মধ্যে রোববার বিকাল সাড়ে ৩টায় ভাড়া বাড়ানোর বিষয়ে ঢাকার মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে বৈঠক চলছে।
এদিকে তিন দিন বাস ধর্মঘটের পর রোববার ঢাকার বনানীতে বিআরটিএ দপ্তরে বাস মালকিদের সঙ্গে বৈঠকে বাস ভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কিলোমিটারপ্রতি নির্ধারিত নতুন ভাড়া ঘোষণা দেন বিআরটিএ নূর মোহাম্মদ মজুমদার।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা হচ্ছে। আর মহানগরীতে বিভিন্ন রুটের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ১৫ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ৫ পয়সা।
এ হিসাবে দূরপাল্লার বাসের ভাড়া ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ছে। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
লঞ্চের নতুন ভাড়া ঠিক করতে বৈঠক চলছে
নির্ধারিত ভাড়ার বেশিই নিতেন বাস মালিকরা, এখন চান আরও বেশি
বাঘাবাড়ি নৌবন্দরে ট্রাকের ধর্মঘট প্রত্যাহার
মন্ত্রীর সঙ্গে বৈঠক করে ট্রাক মালিক-শ্রমিকরা বললেন, ধর্মঘট চলবে
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর শেখ হাসিনার
-
মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই
-
আলতাব আলী পার্কের শহীদ মিনারে একুশের গানের রচয়িতাকে শেষ বিদায়
-
‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
-
মিরপুরে শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
-
অর্থ আত্মসাতের অভিযোগে সাভার থেকে দম্পতি গ্রেপ্তার
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার
-
মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই
-
আলতাব আলী পার্কের শহীদ মিনারে একুশের গানের রচয়িতাকে শেষ বিদায়
-
‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের