মন্ত্রীর সঙ্গে বৈঠক করে ট্রাক মালিক-শ্রমিকরা বললেন, ধর্মঘট চলবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আলোচনা করেও ট্রাক মালিক-শ্রমিকদের ধর্মঘট থেকে সরাতে পারলেন না।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2021, 09:29 AM
Updated : 6 Nov 2021, 09:31 AM

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘটের দ্বিতীয় দিন শনিবার দুপুরে ঢাকার ধানমণ্ডিতে মন্ত্রীর তার বাড়িতে বৈঠকে ডাকেন ট্রাক মালিক ও শ্রমিক নেতাদের।

বৈঠক শেষে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, তারা কয়েকটি দাবি জানিয়েছেন, সেগুলো মানা হলে তবেই তারা ধর্মঘট তুলে নেবেন।

পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ মালিক ও শ্রমিক সংগঠনগুলোর ২০ জন নেতা এই বৈঠকে ছিলেন বলে জানান তিনি।

মনির বলেন, “মন্ত্রী আমাদের ডেকেছিলেন। আমরা জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার, চাঁদা আদায় বন্ধ, ব্রিজের বাড়তি টোল আদায় বন্ধসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছি। এগুলো মানা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।”

সরকার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিলে তার প্রতিবাদে শুক্রবার থেকে প্রথমে ধর্মঘটের ডাক দেয় ট্রাক-কভার্ড ভ্যানসহ পণ্যবাহী যানগুলোর মালিক ও শ্রমিক নেতারা। পরে বাস মালিক সংগঠনও একই কর্মসূচিতে নামে।

এই ধর্মঘটের কারণে শুক্রবার সকাল থেকে সারাদশে সড়কে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে বাসযাত্রীরা যেমন ভোগান্তিতে পড়েছে, পণ্য পরিবহনও আটকে গেছে।

পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে বিআরটিএ রোববার বৈঠক ডেকেছে।

তার আগে ট্রাক মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই আলোচনার বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া না গেলেও ট্রাক শ্রমিক নেতা মনির বলেন,  

তাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শনিবার সন্ধ্যায় অথবা রোববার আবারও বৈঠক হতে পারে বলে জানান মনির।