হেফাজত নেতা কাদের রিমান্ডে

নাশকতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের হেফাজত পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2021, 12:48 PM
Updated : 25 April 2021, 12:48 PM

রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ড অনুমোদন করেন।

মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসকিউশন বিভাগের উপ- কমিশনার জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিবি পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামির পক্ষে আইনজীবী মো. সানাউল্লাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় পল্টন থানার নাশকতা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

শনিবার সন্ধ্যায় আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এই নায়েবে আমির খেলাফত মজলিশের মহাসচিব এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সংগঠনটি।

এ ঘটনায় সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন