সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলার প্রধান আসামি।
Published : 22 Sep 2024, 12:15 PM
রাজধানীর আদাবর থানার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর রোববার শুনানি নিয়ে তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সাদ্দাম হোসেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক।
আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দিলে তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী এহসানুল হক সমাজী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে মেহেদীকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানার রিংরোড এলাকায় একটি প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল বুকে ও পেটে গুলিবিদ্ধ হন; পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় ২২ অগাস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস, আইনজীবী সায়েদুল হক সুমন।
অবৈধভাবে িঝনাইদহ সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে গত ১০ সেপ্টেম্বর মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদাবর ও গাজীপুরের বাসন থানায় দুটি হত্যা মামলার আসামি বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছিল।