দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন আইজিপি।
Published : 10 Sep 2024, 10:17 PM
জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইজি মো. ময়নুল ইসলাম।
তিনি বলেছেন, “জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশের পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। পুলিশ সদরদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়মিত মনিটর করছে।
“জামিনে থাকা জঙ্গি ও অপরাধীরাও যাতে কোনো ধরনের অপরাধে জড়াতে না পারে, সেজন্য বিশেষায়িত ইউনিটগুলো কড়া নজরদারি করছে। তারা অপরাধে সম্পৃক্ত হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সদরদপ্তর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন আইজিপি।
ময়নুল ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর।
“কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”