আইনজীবী জাকির হোসেন বলেন “আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।”
Published : 05 Feb 2025, 04:31 PM
রাজধানীর মোহাম্মদপুরে একটি বিড়ালকে একের পর এক ‘এলোপাতাড়ি লাথি’ এবং পা দিয়ে মাড়িয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আকবর হোসেন শিবলু নামের ওই ব্যক্তির বিরুদ্ধে বুধবার ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াকের আদালতে পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে এ মামলার আবেদন করেন নাফিসা নওরীন চৌধুরী।
বিড়ালটির মালিক মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুর। মামলার আসামি ও ওই ভবনের বাসিন্দা।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, “আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।”
মামলার অভিযোগ বলা হয়, ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার মনসুরের বিড়ালটি হারিয়ে যায়।
পরে ভবনের সিসিটিভির ভিডিওতে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো ‘লাথি’ মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে মাড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
এর আগে গেল বছরের ২২ নভেম্বর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি হাউজিং কমপ্লেক্সে বিষ প্রয়োগে কুকুরদের হত্যা করার অভিযোগে আদালতে মামলা দায়ের করে চারটি প্রাণিকল্যাণ সংগঠন।
স্টেলা এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, অভয়ারণ্য বাংলাদেশ প্রাণিকল্যাণ ফাউন্ডেশন এবং পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার (পিএডব্লিউ) ফাউন্ডেশনের পক্ষে রাকিবুল হক এমিল বাদী হয়ে মামলাটি করেছিলেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এটি তদন্তের নির্দেশ দেন।
মামলায় জাপান গার্ডেন সিটি কমিটির সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি ইয়াহিয়া, সাধারণ সম্পাদক শাহ নূরসহ আরো ৪-৫ জনকে আসামি করা হয়।
পুরোনো খবর
বিড়াল ছানা হত্যা: ঢাকায় কলেজছাত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র
মৌলভীবাজারে মেছো বিড়াল হত্যার দায়ে সাজা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিড়ালছানাকে গলাকেটে হত্যা করল কারা
জাপান গার্ডেন সিটি: 'বিষ প্রয়োগে' কুকুর হত্যার অভিযোগে তোলপাড়