জাপান গার্ডেন সিটি কমপ্লেক্সে ২২ নভেম্বর এই ঘটনা ঘটে।
Published : 05 Jan 2025, 07:47 PM
জাপান গার্ডেন সিটি হাউজিং কমপ্লেক্সে গত ২২ নভেম্বর ‘বিষ প্রয়োগে’ কয়েকটি কুকুর ‘হত্যার অভিযোগ করার পর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান অভিযোগকারী রাকিবুল হক এমিলের জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, জাপান গার্ডেন সিটি কমিটির সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি ইয়াহিয়া, সাধারণ সম্পাদক শাহ নূর ও আরও ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বরাতে এই আইনজীবী বলেছেন, ২০২৪ সালের ২২ নভেম্বর ‘বিষ দিয়ে’ কয়েকটি কুকুর মেরে ফেলা হয়। তার মধ্যে তিনটির মৃতদেহ পাওয়া গেছে।
সেদিন অল্প সময়ের ব্যবধানে সাতটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যুর অভিযোগের পর গভীর রাত পর্যন্ত সেখানে বিক্ষোভ হয়েছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ তারা চারটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যুর কথা নিশ্চিত করলেও বিষ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, প্রাণীগুলোর মৃত্যু কীভাবে হয়েছে, সেটার তদন্ত চান তারাও।
এ নিয়ে উত্তেজনাকে কেন্দ্র করে জাপান গার্ডেন সিটির প্রবেশ পথ ২৩ নভেম্বর শনিবার বন্ধ করে দেওয়া হয়। শুধু বের হওয়ার মূল গেট খোলা রেখে যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে।
বিষয়টি এতটাই আলোচনা তৈরি করেছে যে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ দুপুরে জাপান গার্ডেন সিটিতে লোক পাঠায়। তারা ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নেতাদের পাশাপাশি কুকুর প্রেমীদের সঙ্গেও কথা বলেন।
এই ঘটনায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ এর সমন্বয়ক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অভিনেত্রী জয়া আহসান, জ্যোতিকা জ্যোতিসহ অনেকেই নিন্দা জানিয়ে ফেইসবুকে পোস্ট লিখেছেন।
কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সে জন্য আদালতে অভিযোগ করা হযেছে।
বাংলাদেশের চারটি প্রাণিকল্যাণ সংগঠন- স্টেলা এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, অভয়ারণ্য বাংলাদেশ প্রাণিকল্যাণ ফাউন্ডেশন ও পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (PAW) এর পক্ষে রাকিবুল অভিযোগ করেন।
বাদী পক্ষের আইনজীবী বলেন, “আদালত বলেছে যে, যারা প্রাণী হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত। তদন্ত যেন ভালভাবে হয় সেজন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।”
অভিযোগকারী পিপল ফর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপার্সন রাকিবুল হক এমিল বলেন, “কুকুরগুলো বিষ প্রয়োগে মারা হয়েছে এবং একটি অপরাধ সংঘঠিত হয়েছে, সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই। যেহেতু একজন ভেটেরিনারি অফিসার মৃতদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত এবং সিআইডি ফরেনসিক করেছে।
পিবিআই’র মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও সত্যিকার অপরাধী বেরিয়ে আসবে, সেটিই চান তারা।
পুরনো খবর:
জাপান গার্ডেন সিটি: 'বিষ প্রয়োগে' কুকুর হত্যার অভিযোগে তোলপাড়