এই দুই উপদেষ্টার দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টার হাতে রইল ২৫টি মন্ত্রণালয় ও বিভাগ।
Published : 11 Aug 2024, 08:15 PM
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে থাকা ২৭টি দপ্তরের মধ্যে থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে সদ্য শপথ নেওয়া বিধান রঞ্জন রায়কে।
আর আরেক নতুন উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন এই দুই উপদেষ্টার দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এই দুই উপদেষ্টার দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টার হাতে রইল ২৫টি মন্ত্রণালয় ও বিভাগ।
রোববার দুপুরে বঙ্গভবনে নতুন এই দুই উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন।
তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, সালেহউদ্দিন আহমেদ, এম সাখাওয়াত হোসেন, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এএফ হাসান আরিফ, মো. তৌহিদ হোসেন এবং আ ফ ম খালিদ হাসান।
১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকারের তিনজন ঢাকার বাইরে থাকায় তারা সেদিন শপথ নিতে পারেননি। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় রোববার শপথ নেন।
অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশে ফেরার পর তার শপথ নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
দেশ চালাতে যার হাতে যে দপ্তর দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস
অন্তর্বর্তী সরকার: দপ্তর বণ্টনে ইউনূসের হাতে ২৭ মন্ত্রণালয় ও বিভাগ