Published : 05 May 2025, 07:25 PM
ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের ঢাকা উত্তর সিটির অংশের তিনটি ব্লক ও স্যানভ্যালির আংশিক জায়গায় কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ আদেশ দেয়।
সেইসঙ্গে হাট বসানোর জন্য দেওয়া বিজ্ঞপ্তি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
আগের দিন রোববার পৃথক রিট আবেদনে আফতাবনগরের দক্ষিণ সিটির আওতাধীন অংশের হাটের বিজ্ঞপ্তিও তিন মাসের জন্য স্থগিত করে একই হাই কোর্ট বেঞ্চ।
সোমবার আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী মো. আনোয়ার হোসেন (হুসাইন আনোয়ার) শুনানি করেন।
গত ২৯ এপ্রিল আফতাবনগরের এ অংশে কোরবানির পশুর অস্থায়ী হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির একটি জায়গায় বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের ব্লক-এম-৪, এম-৫, এন-৪ (লেকের উত্তর পাশের আংশিক) ও স্যানভ্যালির (আংশিক) খালি জায়গায়’ পশুর হাট বসানোর কথা লেখা হয়। এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাই কোর্টে রিট আবেদন করেন স্থানীয় বাসিন্দা আজাদ আলী।
আবেদনে তিনি বলেন, যে এলাকায় হাট বসাতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আবাসিক এলাকা। সেখানে নানা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হাট বসানো হলে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হবে।