আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার।
Published : 30 Apr 2024, 01:35 AM
ঝিনাইদহ-১ উপ-নির্বাচনে ভাইয়ের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।
তার ভাই শৈলকূপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সংসদীয় ওই আসন থেকে নৌকার হয়ে উপ-নির্বাচনে লড়তে চান।
এজন্য সোমবার দুপুরে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন গিয়েছিলেন তার মনোনয়নপত্র জমা দিতে। তখন তার সঙ্গে ছিলেন পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান।
এদিন দুপুরে আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত সহকারী (আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা) মো. আলাউদ্দিনের কাছে ওয়াহিদুজ্জামানসহ পুলিশেরে পোশাক পরিহিত তার ভাইকে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়।
এ বিষয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামাননকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তার ভাই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ভাই আমার সঙ্গে ফরম জমা দেওয়ার সময় গিয়েছিল। তবে ফরম তো তার হাত দিয়ে দেয়া হয়নি, তখন সে আমাদের সঙ্গে বসেছিল, দাঁড়িয়ে ছিল। এতে তো কোনো সমস্যা দেখছি না। আমার ভাই আমার সঙ্গে যেতেই পারে।”
আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা বলেন, "আমাদের কার্যালয়ে পুলিশ কর্মকর্তা এসে ভাইয়ের সঙ্গে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এতে আমাদের দলের পক্ষ থেকে কোন বাধা দেওয়ার সুযোগ নেই। সঙ্গে যে কেউ আসতেই পারে। তবে এটা তিনি ঠিক করেননি।"
প্রয়াত সংসদ সদস্য আবদুল হাইয়ের মৃত্যুর পর শূন্য ওই আসনে ভোট হবে আগামী ৫ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ মার্চ মারা যান আবদুল হাই।
আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। দলের মনোনয়ন পেতে ২৫ জন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।