পটকা-আতশবাজি না ফুটিয়ে শান্তিপূর্ণভাবে শবে বরাত পালনে সকলের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
Published : 13 Feb 2025, 05:52 PM
শবে বরাত উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সব রকমের পটকা-আতশবাজি ফোটানো নিষেধ করেছে পুলিশ।
সেইসঙ্গে পটকা, আতশবাজি ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য মজুদ, কেনা-বেচা ও পরিবহনও বৃহস্পতিবার আলাদা বিজ্ঞপ্তিতে দিয়ে নিষিদ্ধ করেছে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে পালনে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব রকমের আতশবাজি ও পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য কেনা-বেচা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হল।”
চট্টগ্রাম নগর পুলিশ বলছে, পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ জিনিস ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং বিক্রয়, মজুদ ও বহন করা দণ্ডনীয় অপরাধ।
এসব পটকা, আতশবাজি না ফুটিয়ে চট্টগ্রাম নগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে আহ্বান জানিয়েছে পুলিশ।
শাবান মাসের ১৪ তারিখ রাত মুসলমানদের কাছে শবে বরাত বা ‘সৌভাগ্যের’ রাত হিসেবে বিবেচিত। মুসলমানরা এই রাতে ইবাদতে মশগুল হন।
সেইসঙ্গে শবে বরাত উপলক্ষে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ নানা ধরনের খাবার তৈরির চল রয়েছে। এসব খাবার দুঃস্থ-গরিবদের মাঝে বিতরণের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে বাড়িতেও কেউ কেউ পাঠান।
বাংলাদেশে শবে বরাতের পরের দিনটি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।