এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
Published : 31 Mar 2025, 04:30 PM
ঢাকার যাত্রীবাড়ীর কোনাপাড়াসহ কয়েকটি এলাকায় গত তিন দিন অভিযান চালিয়ে বায়ুদূষণকারী সব অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এসব অবৈধ ব্যাটারি কারখানাগুলো হতে নির্গত ধোয়া পুরো এলাকায় বায়ুদূষণ ঘটাচ্ছিল বলে এলাকাবাসী অভিযোগ করে আসছিলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এলাকাবাসীর ভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সকল দূষণকারী কারখানা বন্ধ করে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত তিন দিন ধরে যাত্রাবাড়ীর মাণ্ডা, গ্রীন সিটি নামে আবাসিক এলাকার পেছন অংশ, সামাদনগর, শরীফপুর, ময়লা রাস্তা মোড় ও কোনাপাড়ায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানে আরেক আবাসিক এলাকা গ্রীন মডেল টাউনের আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত ছিল।
এসব এলাকায় থাকা ঢালাই লোহার কারখানাগুলো বন্ধ পাওয়া গেছে।
অভিযানে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
কোনাপাড়ার স্থানীয় বাসিন্দাদের বরাতে পরিবেশ অধিপ্তর জানায়, অভিযানের ফলে অবৈধ ব্যাটারি কারখানা আর নেই। তবে কেউ নতুন করে চালালে পরিবেশ অধিদপ্তরকে তারা জানাবেন।
পুরনো খবর: