সরকার পতনের আগেরদিন রোববার রাতেও অফিসে ছিলেন বলে দাবি করেন তিনি।
Published : 06 Aug 2024, 06:52 PM
শেখ হাসিনার মেয়াদে দাপুটে হিসেবে পরিচিত পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ তার আটক হওয়ার খবর নাকচ করে দিয়েছেন।
হাসিনা সরকারের পতনের পর মঙ্গলবার হারুনের আটকের খবর চাউর হলে তার সঙ্গে যোগাযোগ করা হয়।
বিকালে তিনি হোয়াটসঅ্যাপে বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “আমি সকালে অফিসে গিয়েছিলাম, সেখানে একেবারে নিরব, কেউ আসেনি। ঘণ্টাখানেক থেকে চলে এসেছি বাসায়।”
সরকার পতনের আগেরদিন রোববার রাতেও অফিসে ছিলেন বলে দাবি করেন তিনি।
বদলিকে 'সুযোগ' হিসেবে দেখছেন হারুন
২০২২ সালের জুলাই থেকে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পালনকালে হারুন তার কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা বিভিন্নজনকে ভাত খাওয়ানো এবং সেসব ছবি ফেইসবুকে শেয়ার করে বেশ আলোচনায় ছিলেন।
সবশেষ কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারীকে নিরাপত্তা দিতে তার কার্যালয়ে কয়েকদিন আটকে রাখেন তিনি। তাদের অ্যাপায়ন করার একটি ছবি আবার আলোচনা তৈরি করে।
'মশকরা': ডিবি থেকে সরানো হল হারুনকে
ডিবি অফিসে খাবার টেবিল জাতির সঙ্গে মশকরা: হাই কোর্ট
ডিএমপিতে ডিবি প্রধানের দায়িত্বে হারুন
বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে হাই কোর্টের একটি বেঞ্চ উষ্মা প্রকাশ করে বলে, “ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।”
এরপরই গত ৩১ জুলাই তাকে ডিবি থেকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্সে বদল করা হয়।
বদলির পর থেকে নিশ্চুপই ছিলেন তিনি।