Published : 30 Apr 2025, 11:29 PM
যানজট কমিয়ে মানুষের দুর্ভোগ এড়াতে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় ঘিরে চলাচলের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
এই মোড় ঘিরে দুই দিকে চালু করছে ইউটার্ন ডিএমপি। ফলে সরাসরি কেউ গাবতলী ও সদরঘাট যেতে পারবে না। নতুন সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হবে বলে ট্রাফিকের তেজগাঁও বিভাগের উপ- কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন।
নাম তিন রাস্তার মোড় হলেও মোহাম্মদপুরের এই পয়েন্ট চারদিক থেকে আসা রাস্তার সংযোগস্থল, যার সঙ্গে সদরঘাট, গাবতলী, আসাদগেট ও বছিলার দিকে যাওয়া যানবাহন চলাচলের সম্পর্ক রয়েছে।
সেখানে ফুটপাতে দোকান আর বেপরোয়া যানবাহনের চাপে প্রায় সবসময় জট লেগে থাকে। ফলে দীর্ঘ সময় চলে যায় এই অংশটুকু পার হতে।
ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মো. আসলাম সাগর বলেন, তারা ফুটপাথ থেকে দোকান উঠিয়ে দেওয়ার কাজ শুরু করেছেন। পরিকল্পনা অনুযায়ী নির্বিঘ্নে যান চলাচলে কাজ করছেন।
“আশা করছি পরিকল্পনা অনুযায়ী গাড়ি চলাচল শুরু হলে অবৈধ পার্কিং এবং দোকানপাট থাকবে না। সেইসঙ্গে যানজটের যে দুর্ভোগ, সেটা অনেক কমে আসবে,” বলেন তিনি।
মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে আড়ংয়ের সামনে ডাইভারশন করে ইউটার্ন কার্যকর হওয়ার পর বেশ সফলতা এসেছে বলেও মনে করেন পুলিশের এ কর্মকর্তা।
তিন রাস্তার মোড় ঘিরে যেভাবে চলতে হবে
>> গাবতলী থেকে বছিলা ইন্টারসেকশন হয়ে সদরঘাটগামী বাহনসমূহকে বছিলা তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ুরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে। তারপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে।
>> গাবতলী থেকে বছিলা ব্রিজগামী যানবাহনগুলোকে বছিলা তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ুরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে। এরপর সোজা বছিলা ব্রিজের দিকে যেতে হবে।
>> সদরঘাট থেকে গাবতলীগামী যানবাহনগুলোকে বছিলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বামে মোড় নিয়ে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে। এরপর বামে ঘুরে গাবতলীর দিকে যেতে হবে।
>> সদরঘাট থেকে বছিলা হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী যানবাহনগুলোকে বছিলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বামে টার্ন নিয়ে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে। পরে সোজা পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এর দিকে যেতে হবে;
>> আসাদ গেটের দিক থেকে গাবতলীমুখী যানবাহনগুলোকে বছিলা ক্রসিং সোজা অতিক্রম করে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে। তারপর বামে টার্ন নিয়ে গাবতলীর দিকে যেতে হবে।
>> বছিলা ব্রিজ থেকে আসা সদরঘাটমুখী যানবাহনগুলোকে বছিলা ক্রসিং সোজা অতিক্রম করে ময়ুরভিলার সামনে থেকে ইউটার্ন করতে হবে। তারপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে।
>> মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ অভিমুখী যানবাহনগুলোকে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয়ে পশ্চিম দিকে সোজা পথে যেতে হবে।
>> বছিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী পূর্বমুখী যানবাহনগুলোকে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয়ে সোজা পথে যেতে হবে।