আগেরদিন ছয়টি বিভাগের ভোটের দিন জানানো হয়েছিল।
Published : 15 Feb 2024, 08:44 PM
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৩৭ উপজেলা পরিষদের তালিকা তুলে ধরে কোনটিতে কবে ভোট অনুষ্ঠিত হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন।
এর মধ্যে ৪৫টি উপজেলায় ভোট হবে প্রথম ধাপে ৪ মে; দ্বিতীয় ধাপে ১১ মে ৪৪টিতে, তৃতীয় ধাপে ১৮ মে ৩৪টিতে এবং চতুর্থ ধাপে ২৫ মে ১৪টি উপজেলায় ভোট হবে।
এর আগে বুধবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৩৪৪টি উপজেলা ভোটের সময় জানিয়েছিল ইসি।
সবমিলিয়ে দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮১টির ভোটের তালিকা প্রকাশ করা হলো।
ইসি কর্মকর্তকারা জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১৬৫টি, তৃতীয় ধাপে ১১১টি এবং শেষ ধাপে ৫২টি উপজেলায় ভোট। বাকি ১২টি উপজেলা পরিষদের মেয়াদ শেষ হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে।
আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করে। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
আট বিভাগের পূর্ণাঙ্গ তালিকা
আরও পড়ুন: