সরকার পতনের পর এর আগে ২৪ জেলায় দায়িত্ব দেওয়া হয়েছিল নতুন এসপিকে।
Published : 03 Sep 2024, 09:56 PM
পুলিশে চলমান রদবদল প্রক্রিয়ায় আরও ২৬ জেলায় পুলিশ সুপার পদে পরিবর্তন এসেছে। এসব জেলায় নতুন এসপিকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি আদেশে এসপি মর্যাদার এসব কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। আগের এসপিদের পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিন পুলিশে বদলির পাঁচটি আদেশে এসপি ছাড়াও ঢাকা ছাড়া সাত মহানগরে পুলিশ কমিশনার এবং সাতটি রেঞ্জের ডিআইজি পদে নতুন মুখ পদায়ন করা হয়েছে।
সরকারের পট পরিবর্তনের পর পুলিশে পদোন্নতি, বদলি, বাধ্যতামূলক অবসরের ঘটনার মধ্যে সর্বশেষ এ রদবদল হল।
মঙ্গলবার সবশেষ দুটি আদেশের একটিতে ২৬ জেলায় নতুন পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।
পরের আদেশে ওই ২৬ জেলার মধ্যে ১৮ জেলার পুলিশ সুপারকে টেলিকম, সিআইডি, রেঞ্জ অফিস, ট্যুরিস্ট পুলিশ, ট্রেনিং সেন্টার, এপিবিএন, পিবিআইতে বদলি করা হয়েছে। বাকিদের ব্যাপারে কোনো আদেশ এখনও পাওয়া যায়নি।
এর আগে ২৭ অগাস্ট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ একযোগে ২৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেদিন পুলিশ সুপার মর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি হয়েছিল।