ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
Published : 20 Jan 2024, 09:54 AM
রাজধানীর চকবাজারের একটি ভবনে আগুন লেগেছে।
শনিবার সকাল ৯টার দিকে সোলায়মান টাওয়ার নামে ভবনটির নিচ তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, ছয়তলা ভবনটির নিচতলার দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে লালবাগ, পলাশীব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।