সব বই না পাওয়া পর্যন্ত পিডিএফ কপি নিয়ে পড়ালেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
Published : 02 Jan 2025, 11:48 PM
নতুন বছরের প্রথম দুই দিনে ৪১ কোটি বইয়ের মধ্যে ১০ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।
বাকি বই আগামী ৩০ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। সব বই না পাওয়া পর্যন্ত এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করা বইয়ের পিডিএফ কপি নিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন শিক্ষাক্রম বাতিল হওয়ার পর আগের শিক্ষাক্রমের বই পরিমার্জন করে প্রেসে পাঠাতে দেরি হওয়ায় সব বই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায়নি।
“৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের ছয় কোটি বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে, বছরের প্রথম দিনে সেগুলো শিক্ষার্থীরা পেয়েছেন। আরও চার কোটি বই শিক্ষার্থীদের হাতে বৃহস্পতিবার পৌঁছে যাওয়ার কথা। আমরা চাচ্ছি ২০ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে। সেজন্য জোর চেষ্টা চলছে।”
রিয়াজুল হাসান বলেন, মন্ত্রণালয় ৩০ জানুয়ারির মধ্যে সব বই পাঠানোর কথা বললেও তারা চাইছেন তার কয়েকদিন আগেই সব বই যেন পৌঁছে দেওয়া যায়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বছরের প্রথম দিন স্কুলে স্কুলে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার রেওয়াজ শুরুটা হয়েছিল ২০১০ সালে, যা দেখা গেছে গত বছরও।
তবে ক্ষমতার পালাবদলের পর সেই চক্র ভেঙেছে, এবার স্কুলগুলোতে উৎসবের সেই আয়োজন ছিল না। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে কেবল কয়েকটি বিষয়ের পাঠ্যপুস্তক তুলে দিতে পেরেছেন শিক্ষকরা।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগেই জানিয়েছিল, বছরের প্রথম দিন এবার নতুন কোনো পাঠ্যবই হাতে পাবে না প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বড় একটি অংশ; তাদের অপেক্ষায় থাকতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত।
প্রাথমিকের অন্য শ্রেণির মধ্যে প্রাক-প্রাথমিক, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বই হাতে পাবেন আরও কয়েকদিন পর। আর মাধ্যমিকের শিক্ষার্থীরা জানুয়ারির শুরুতে কিছু বিষয়ের বই পাবেন। তবে এবার বছরের প্রথম দিনই সব পাঠ্যবইয়ের সফট কপি অনলাইনে প্রকাশ করেছে এনসিটিবি।
বৃহস্পতিবার সব জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সেখানে বলা হয়েছে, ৩০ জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমান বলেন, পাঠ্যবইয়ের সফট কপি বা পিডিএফ কপির কথাও বলা হয়েছে ওই চিঠিতে। বই না পাওয়া শিক্ষার্থীদের সেগুলো ব্যবহার করে পাঠদান চালিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান বৃহস্পতিবার আরও চার কোটি বই পাঠানোর কথা বললেও সেগুলো সব প্রতিষ্ঠান এদিন পায়নি।
ঢাকার নীলক্ষেত হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম মোল্লা বৃহস্পতিবার বলেন, “বছরের প্রথম দিন পর্যন্ত আমরা অষ্টম ও নবম শ্রেণির কিছু বই পেয়েছি। বৃহস্পতিবার কোনো বই এসে পৌঁছায়নি।”
স্কুলটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আহনাফ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “এখনও বই পাইনি। স্যাররা হোয়াটসঅ্যাপে বই পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন।”
আরও পড়ুন-