Published : 03 Jan 2023, 08:03 PM
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
এপিপিজি অন বাংলাদেশের সভাপতি রুশনারা আলীর নেতৃত্বে এ প্রতিনিধি দলে আরও ছিলেন ব্রিটিশ এমপি জনি রিনল্ডস, মোহাম্মদ ইয়াসিন ও টম হান্ট। বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনও প্রতিনিধি দলে ছিলেন।
মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাতে তারা বাংলাদেশের চলমান উন্নয়ন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষার দৃশ্যমান অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
রুশনারা আলী বলেন, বাংলাদেশে নারীর অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান অংশগ্রহণ প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক বিষয়গুলোতে বাংলাদেশের সাথে একযোগে কাজ করার আশ্বাস দেন তিনি।
গত ৫০ বছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ‘সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে’ মন্তব্য করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের সফলতার বিষয়গুলো প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।
রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে এপিপিজি অন বাংলাদেশের সহযোগিতা চেয়ে স্পিকার বলেন, “রোহিঙ্গাদের নিজস্ব জন্মভূমিতে ফিরে যাওয়ার অধিকার রক্ষায় এবং বাংলাদেশের পরিবেশগত দিক বিবেচনায় তাদের মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসন জরুরি। সম্প্রতি ওআইসি পিইউআইসির প্রতিনিধিদল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন যা তারা প্রতিবেদন আকারে আলজেরিয়ায় অনুষ্ঠেয় সম্মেলনে উপস্থাপন করবেন।”