গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Published : 19 Jan 2024, 04:15 PM
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; বরাবরের মতই তার এ ভাষণ হবে বাংলায়।
বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতের পর জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রধানমন্ত্রীর এ ভাষণে গুরুত্ব পাবে রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বরের ভাষণের পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনা সপ্তদশ বারের মত জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন।
এ বছরের সাধারণ অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনর্গঠন ও বিশ্বব্যাপী সংহতি পুনঃপ্রতিষ্ঠা: সকলের জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও স্থায়িত্বের লক্ষ্যে ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্যে ত্বরান্বিতকরণ পদক্ষেপ।’
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্য হয়ে আগামী ৪ অক্টোবর তিনি দেশে ফিরবেন।
সংবাদসূত্র: বাসস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)