Published : 30 Mar 2025, 03:53 PM
ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস ঘিরে এবং বিশেষ সুবিধায় ঢাকার কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার, বরিশাল, রাজশাহী, চাপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ৩৮ জন বন্দিকে মুক্তি দিয়েছে সরকার।
কারা অধিদপ্তরের সহকারি কারা মহাপরিদর্শক মো. জান্নাত উল ফরহাদ জানিয়েছেন, এই ৩৮ জনের মধ্যে ঈদে মুক্তি পেয়েছেন দুজন। ঈদের আরও আগে আগে এক নারীসহ ২২জনকে মুক্তি দেওয়া হয় এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪জনকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্তরা এরই মধ্যে দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়ে গেছেন বলেও জানিয়েছেন সহকারি কারা মহাপরিদর্শক ফরহাদ।
ঈদ উপলক্ষে যে দুইজন মুক্তি পেয়েছেন তাদের মধ্যে ৯৩ নছর বয়সী নূর মোহাম্মদ ওরফে কালু ডাকাত সিরাজগঞ্জ কারাগার থেকে এবং ৫২ বছর বয়সের আবুল কালাম মুক্তি পেয়েছেন কক্সবাজার কারাগার থেকে।
বিভিন্ন অপরাধে দণ্ডিত এই দুইজন অর্ধেকের বেশি সময় সাজাভোগ করায় রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় বাকী দণ্ড মওকুফ করার কথা বলা হয়েছে মুক্তির আদেশে।
ঈদের আগে একজন নারীসহ ২২জনকে মুক্তির আদেশ দেওয়ার অপর একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
কারা কর্মকর্তা জান্নাত উল ফরহাদ বলেন, “এই ২২জনকে ঈদের আগে মুক্তি দেওয়া হয়, ঈদ উপলক্ষ্যে নয়। বিশেষ সুবিধায় নিয়মিতই মুক্তি দেওয়া বিধান রয়েছে। গত ৭-৮ বছর ধরে এই নিয়মটা মানা হয়নি। এবার হয়েছে।
“কারাগারগুলোতে এমন কিছু বন্দি আছেন যাদের বন্দি জীবনে ‘পারফমেন্স’ ভাল, কারাভোগের অর্ধেকের বা ২০ বছর অতিক্রান্ত হয়েছে বা তাদের বিরুদ্ধে কারাগার থেকে কোন অভিযোগ নেই এমন প্রায় ২৪০০ জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া আছে। সেখান থেকে ২২ জনের নাম মুক্তি দেওয়ার তালিকায় চুড়ান্ত হয়েছে।”
এই ২২ জনের মধ্যে সবার বয়স ষাট বছরের ওপরের, একজনের বয়স ৮৪ বছর।
এদের মধ্যে কশিমপুর মহিলা কারাগার থেকে একজনসহ নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ এবং গাইবান্ধা কারাগার থেকে একজন করে। ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার এবং সিলেট কারাগার থেকে ৩ জন করে, কুমিল্লা, যশোর এবং ময়মনসিংহ কারাগার থেকে দুইজন করে মুক্তি পান।
প্রতি বছরের মত এবারও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ জনকে মুক্তি দেওয়ার বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এদের মধ্যে ৩৫ বছর বয়স থেকে ৮১ বছর বয়সের বন্দি রয়েছে। এই ১৪ জনের সাতজনই সিলেট কারাগারে বন্দি ছিলেন।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের কারাগারগুলোতে মোট ধারণ ক্ষমতা ৪২ হাজার ৮৮জন। এরমধ্যে ১ হাজার ৯৮৬জন মহিলার জন্য নির্ধারিত। গত ২৭ মার্চ পর্যন্ত বন্দির সংখ্যা ছিল ৬৪ হাজার ৩৭৩ জন। এরমধ্যে নারী বন্দির সংখ্যা ২ হাজার ২০১জন।