পেনশনের প্রয়োজন বা উত্তরাধিকার ছাড়া মৃত আত্মীয়-স্বজনের মৃত্যু নিবন্ধন করাতে মানুষের আগ্রহ কম, বলছে সংস্থাটি।
Published : 13 Mar 2025, 11:59 PM
বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ম ‘মানা হচ্ছে না’ বলে উন্নয়ন সংস্থা ‘নারী মৈত্রীর’ এক কর্মশালায় উঠে এসেছে।
ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার ‘সিআরভিএস শক্তিশালীকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বলা হয়, ৫৪ শতাংশ শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা হচ্ছে। তবে ওই সময়ের মধ্যে মৃত্যু নিবন্ধন হচ্ছে ১ শতাংশের কম। পেনশনের প্রয়োজন বা উত্তরাধিকার ছাড়া মৃত আত্মীয়-স্বজনের মৃত্যু নিবন্ধন করাতে মানুষের আগ্রহ কম।
কর্মশালায় নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি বলেন, “জন্ম, মৃত্যু, স্বাস্থ্য সেবা, সামাজিক সুরক্ষা কর্মসূচচি, পেনশন, ভাতা সুবিধার ক্ষেত্রে নিবন্ধন গুরুত্ব বহন করে। জন্ম নিবন্ধন শিশুদের আইনি পরিচয় প্রতিষ্ঠা করে। এর পাশাপাশি তার শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে সাহায্য করে।
“নারী মৈত্রী বিশ্বাস করে একটি কার্যকর জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং সিভিল রেজিস্ট্রেশন ও ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) মূল ধারার আলোচনা ও গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পাচ্ছে না।”
কর্মশালায় গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস, নারী মৈত্রীর প্রকল্প ব্যবস্থাপক লায়লা আরিফা খানম এবং সিনিয়র অ্যাডভোকেসি অফিসার আনিকা আনজুম ঐশী, ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশশের কান্ট্রি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম কর্মশালায় বক্তব্য দেন।