"ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।"
Published : 20 Mar 2025, 08:08 PM
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, "আমাদের সঙ্গে ভারতের খুবই ভালো সম্পর্ক আছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সাত মাসে আমাদের বাণিজ্য আরও বেড়েছে।
"ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।"
গত মাসে ভারতের সঙ্গে বাণিজ্য কতটা বেড়েছে এবং কোন কোন খাতে বেড়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি শফিকুল আলম।
তিনি বলেন, "ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। অবশ্যই সেটা হতে হবে ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ একটি সম্পর্ক।"
আওয়ামী লীগ সরকার পতনের পর দুই দেশের গত ৫৩ বছরের সম্পর্ক নিয়ে ভিন্নভাবে আলোচনা হচ্ছে। দুই দেশই একে অন্যের পদক্ষেপে উদ্বেগ জানিয়ে বিবৃতি-পাল্টা বিবৃতি দিচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্য বিঘ্নিত হওয়ার খবরও আসছে।
আবার ভারতীয় দূতাবাস ভিসা সীমিত করেছে, এর প্রভাব পড়েছে বিশেষভাবে পশ্চিমবঙ্গের কিছু এলাকায়।
অবশ্য সুতা, তুলা, বিদ্যুৎ ও জ্বালানি পণ্য আমদানি স্বাভাবিক থাকার তথ্য মিলেছে, যা দেশের মোট আমদানির সিংহভাগ।