“রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।”
Published : 10 Apr 2025, 07:53 PM
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারীর মৃত্যুর তদন্তে নেমে বিপুল পরিমাণ গাঁজা পাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ওই নারীর স্বামী মাদক কেনাবেচায় জড়িত; তার বাসায় ৮৬ কেজি গাঁজা মিলেছে।
ওসি বলেন, “বুধবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক নারীর লাশ পাওয়া যায়।
“প্রাথমিকভাবে ওই নারী আত্মহত্যা করেছেন বলেই ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় তার স্বামীর সম্পৃক্ততা নেই বলেই মনে হয়েছে। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।”
ওসি বলেন, “জিজ্ঞাসাবাদে আমরা নিশ্চিত হই তাফসির একজন পেশাদার মাদক কারবারি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই বাসা থেকে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় করা একটি মামলায় তাফসিরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।”
এ ঘটনায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বুধবার খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী তাফসিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে।”
“রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। এক পর্যায়ে নিজে একজন পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করে এবং তার বাসায় বিপুল পরিমাণ গাঁজা রয়েছে বলে জানায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার তার ভাড়া বাসা থেকে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”