এই ২০ আসনের মধ্যে একটি বাদে সব আসনেই নৌকার প্রার্থী রয়েছে। ঢাকা-১৮ আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
Published : 18 Dec 2023, 07:40 PM
ঢাকা জেলা ও মহানগরের ২০ আসন মিলিয়ে মোট ১৫৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দ্বাদশ সংসদ নির্বাচনে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর কর্মী-সমর্থক নিয়ে প্রচারে নেমে পড়েছেন তারা।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনের কার্যালয়ে দুই রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ঢাকা-৪ থেকে ঢাকা-১৮– এই ১৫টি আসন পড়েছে ঢাকা মহানগরে। এসব আসনের রিটার্নিং কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
আর ঢাকা-১ থেকে ৩ এবং ঢাকা-১৯ ও ঢাকা-২০– এই পাঁচ আসনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান, তিনিই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
এই ২০ আসনের মধ্যে একটি বাদে সব আসনেই নৌকার প্রার্থী রয়েছে। ঢাকা-১৮ আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সোমবার শুরু হওয়া প্রচার পর্ব চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইবেন প্রার্থীরা। নির্বাচনি সভা-সমাবেশ-মিছিলে সরগরম হয়ে উঠবে দেশ।
৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনে একটানা ভোট চলবে স্বচ্ছ ব্যালট বাক্স ও প্রচলিত ব্যালট পেপারে।
প্রার্থী | দল/স্বতন্ত্র | প্রতীক |
---|---|---|
ঢাকা ১ | ||
সালমান এফ রহমান | আওয়ামী লীগ | নৌকা |
সালমা ইসলাম | জাতীয় পার্টি | লাঙ্গল |
মুফিদ খান | তৃণমূল বিএনপি | সোনালী আঁশ |
শামসুজ্জামান চৌধুরী | বাংলাদেশ সুপ্রিম পার্টি | একতারা |
শেখ মো. আলী | গণফণ্ট | মাছ |
মো. করম আলী | ওয়ার্কার্স পার্টি | হাতুড়ি |
আ. হাকিম | ন্যাশনাল পিপলস পার্টি | আম |
ঢাকা ২ | ||
ডা. হাবিবুর রহমান | স্বতন্ত্র প্রার্থী | ট্রাক |
আশরাফ আলী জিহাদী | ইসলামী ঐক্যজোট | মিনার |
মো. কামরুল ইসলাম | আওয়ামী লীগ | নৌকা |
শাকিল আহম্মেদ শাকিল | জাতীয় পার্টি | লাঙ্গল |
ঢাকা ৩ | ||
নসরুল হামিদ | আওয়ামী লীগ | নৌকা |
মনির সরকার | জাতীয় পার্টি | লাঙ্গল |
মো. রমজান | মুক্তিজোট | ছড়ি |
আলী রেজা | স্বতন্ত্র | ট্রাক |
আব্দুস সালাম | ন্যাশনাল পিপলস পার্টি | আম |
মো. জাফর | বাংলাদেশ কংগ্রেস | ডাব |
ঢাকা ৪ | ||
মোহাম্মদ মনির হোসেন | স্বতন্ত্র | ঈগল |
মো. আওলাদ হোসেন | স্বতন্ত্র | ট্রাক |
মো. ইয়াছিন হোসেন | বাংলাদেশ কল্যাণ পার্টি | হাত ঘড়ি |
মো. রফিকুল ইসলাম | তৃণমুল বিএনপি | সোনালী আঁশ |
মো. শাহ আলম | ইসলামী ঐক্যজোট | মিনার |
মো. সোহেল | বাংলাদেশ কংগ্রেস | ডাব |
সানজিদা খানম | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
সাহেল আহম্মেদ সোহেল | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট | ছড়ি |
সৈয়দ আবু হোসেন | জাতীয় পার্টি | লাঙ্গল |
ঢাকা ৫ | ||
আবু জাফর মো. হাবিব উল্লাহ | ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ | চেয়ার |
এস এম লিটন | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশিন |
মশিউর রহমান মোল্লা সজল | স্বতন্ত্র | ট্রাক |
মো. আবু হানিফ হৃদয় | তৃণমুল বিএনপি | সোনালী আঁশ |
মো. আব্দুল কাইয়ুম | ইসলামী ঐক্যজোট | মিনার |
মো. আরিফুর রহমান (সুমন মাস্টার) | ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) | আম |
মো. কামরুল হাসান | স্বতন্ত্র | ঈগল |
মো. নূরুল আমিন | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট | ছড়ি |
মো. মোশারফ হোসেন মিয়া | বাংলাদেশ সুপ্রিম পার্টি | একতারা |
মো. সাইফুল আলম | বাংলাদেশ কংগ্রেস | ডাব |
সারোয়ার খান | বাংলাদেশ জাতীয় পার্টি | কাঠাল |
হারুনর রশীদ মুন্না | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
ঢাকা-৬ | ||
আবু হামিদুর রেজা খান ভাসানী | ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) | আম |
কাজী সিরাজুল ইসলাম | তৃণমুল বিএনপি | সোনালী আঁশ |
মোহাম্মদ সাইদ খোকন | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
মো. আকতার হোসেন | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট | ছড়ি |
মো. আমিনুল ইসলাম সরকার | গণফ্রন্ট | মাছ |
মো. রবিউল আলম মজুমদার | ইসলামী ঐক্যজোট | মিনার |
সৈয়দ নাজমুল হুদা | জাতীয় পার্টি- (জেপি) | বাইসাইকেল |
ঢাকা-৭ | ||
নুরজাহান বেগম | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট | ছড়ি |
মোহাম্মদ আবছার আলী | বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) | একতারা |
মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন | জাতীয় পার্টি | লাঙ্গল |
মোহাম্মদ সুলায়মান সেলিম | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
মো. মাসুদ পাশা | ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) | আম |
হাজী মো. ইদ্রিস ব্যাপারী | জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) | মশাল |
ঢাকা-৮ | ||
আ ফ ম বাহাউদ্দিন | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
আবু নোমান মো. জিয়াউল হক মজুমদার | ইসলামী ঐক্যজোট | মিনার |
এম এ ইউসুফ | তৃণমুল বিএনপি | সোনালী আঁশ |
এস এম সরওয়ার | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | মোমবাতি |
খন্দকার এনামুল নাছির | বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) | একতারা |
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান | বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) | ফুলের মালা |
মো. আবুল কালাম জুয়েল | ন্যাশনাল পিপিলস পার্টি | আম |
মো. জুবের আলম খান | জাতীয় পার্টি | লাঙ্গল |
মো. রাসেল কবির | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট | ছড়ি |
মো. সাইফুল ইসলাম | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
ঢাকা-৯ | ||
কাজী আবুল খায়ের | জাতীয় পার্টি | লাঙ্গল |
তাহমিনা আক্তার | গণ ফ্রন্ট | মাছ |
মোসা. রুবিনা আক্তার (রুবি) | তৃণমুল বিএনপি | সোনালী আঁশ |
মোহাম্মদ কফিল | ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) | আম |
মোহাম্মদ শফিউল্লাহ চৌধূরী | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
মো. আনোয়ারুল ইসলাম | বাংলাদেশ জাতীয় পার্টি | কাঠাল |
মো. নূরুল হোসাইন | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট | ছড়ি |
মো. মাহিদুল ইসলাম | বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) | একতারা |
সাবের হোসেন চৌধূরী | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
ঢাকা-১০ | ||
কে এম শামসুল আলম | ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) | আম |
ফেরদৌস আহমেদ | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
মো. বাহারানে সুলতান বাহার | বাংলাদশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
শাহরিয়ার ইফতেখার | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট | ছড়ি |
হাজী মো. শাহজাহান | জাতীয় পার্টি | লাঙ্গল |
ঢাকা-১১ | ||
ফারাহনাজ হক চৌধুরী | বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) | একতারা |
মো. মিজানুর রহমান | বাংলাদেশ কংগ্রেস | ডাব |
মোহাম্মদ ওয়াকিল উদ্দিন | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
মো. মিজানুর রহমান | ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) | আম |
শামীম আহমেদ | জাতীয় পার্টি | লাঙ্গল |
শেখ মুস্তাফিজুর রহমান | গণফ্রন্ট | মাছ |
সাদিকুন নাহার খান | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
হোসেন আহমেদ আশিক | বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) | নোঙ্গর |
ঢাকা-১২ | ||
আসাদুজ্জামান খান | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
খোরশেদ আলম খুশু | জাতীয় পার্টি | লাঙ্গল |
মোহাম্মদ আব্দুল হাকিম | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | মোমবাতি |
মো. আতিকুর রহমান নাজিম | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
মো. নাঈম হাসান | তৃণমুল বিএনপি | সোনাল আঁশ |
শাহীন খান | ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) | আম |
ঢাকা-১৩ | ||
জাহাঙ্গীর কবির নানক | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
মো. কামরুল আহসান | বাংলাদেশ তরিকত ফেডারেশন | ফুলের মালা |
মো. জাফর ইকবাল নান্টু | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | মোমবাতি |
মো. জাহাঙ্গীর কামাল | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
মো. শাহাবুদ্দিন | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট | ছড়ি |
মো. সোহেল সামাদ বাচ্চু | বাংলাদেশ সুপ্রিম পার্টি | একতারা |
ঢাকা-১৪ | ||
এ ওয়াই এম কামরুল ইসলাম | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
জেড আই রাসেল | স্বতন্ত্র | ঈগল |
মোহাম্মদ এমরুল কায়েস খান | স্বতন্ত্র | রকেট |
মোহাম্মদ মহিবুল্লাহ | স্বতন্ত্র | দালান |
মো. আবু হানিফ | জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ | মশান |
মো. আলমাস উদ্দিন | জাতীয় পার্টি | লাঙ্গল |
মো. আসিফ হোসেন | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট | ছড়ি |
মো. নাজমুল ইসলাম | তৃণমুল বিএনপি | সোনালী আঁশ |
মো. মাইনুল হোসেন খান | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
মো. মাহমুব মোড়ল | ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) | আম |
লুৎফুর রহমান | স্বতন্ত্র | কেটলি |
শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ | বাংলাদেশ সুপ্রিম পার্টি | একতারা |
সাবিনা আক্তার তুহিন | স্বতন্ত্র | ট্রাক |
ঢাকা-১৫ | ||
এস এম ইসলাম | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
কামাল আহমেদ মজুমদার | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
ডা. খন্দকার মো. ইমদাদুল হক | তৃণমুল বিএনপি | সোনালী আঁশ |
নাজমা বেগম | ন্যাশনাল পিপলস পার্টি | আম |
মুহাম্মদ শামছুল ইসলাম | জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) | মশাল |
মো. আশরাফ হোসাইন সরকার | বাংলাদেশ কংগ্রেস | ডাব |
মো. সামছুল আলম চৌধুরী | বাংলাদেশ সুপ্রিস পার্টি | একতারা |
মো. সামশুল হক | জাতীয় পার্টি | লাঙ্গল |
ঢাকা-১৬ | ||
মো. আমানত হোসেন | জাতীয় পার্টি | লাঙ্গল |
মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ | বাংলাদেশ আওয়ামীলীগ | নৌকা |
মো. তরিকুল ইসলাম | ন্যাশনাল পিপিলস পার্টি (এনপিপি) | আম |
মো. তৌহিদুল ইসলাম | বাংলাদেশ সুপ্রিম পার্টি | একতারা |
মো. সজীব কায়সার | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
মো. সালাউদ্দিন রবিন | স্বতন্ত্র | ঈগল |
ঢাকা-১৭ | ||
আরাফাত আশওয়াদ ইসলাম | স্বতন্ত্র | বেলুন |
এস এম আবুল কালাম আজাদ | বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) | টেলিভিশন |
কাজী শফিউল বাশার | তৃণমুল বিএনপি | সোনালী আঁশ |
মোহাম্মদ আলী আরাফাত | আওয়ামীলীগ | নৌকা |
মো. আইনুল হক | বিকল্প ধারা বাংলাদেশ | কুলা |
মো. গোলাম ফারুক মজনু | ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) | আম |
শাহ আলম | বাংলাদেশ সুপ্রিস পার্টি | একতারা |
ঢাকা-১৮ | ||
এস এম আবুল কালাম আজাদ | বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ) | টেলিভিশন |
এস এম তোফাজ্জল হোসেন | স্বতন্ত্র | ট্রাক |
দয়াল কুমার বড়ুয়া | বাংলাদেশ কল্যান পার্টি | হাত ঘড়ি |
ফাহমিদা হক সুকন্যা | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট | ছড়ি |
মোহাম্মদ মফিজুর রজমান | তুণমুল বিএনপি | সোনালী আঁশ |
মো. খসরু চৌধুরী | স্বতন্ত্র | কেটলি |
মো. জাকির হোসেন ভূইঁয়া | ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) | আম |
মো. নাজিম উদ্দিন | স্বতন্ত্র | মোড়া |
মো. বশির উদ্দিন | স্বতন্ত্র | ঈগল |
শেরীফা কাদের | জাতীয় পার্টি | লাঙ্গল |
ঢাকা ১৯ | ||
তালুকদার মো. তৌহিদ জং মুরাদ | স্বতন্ত্র | ঈগল |
মো. সাইফুল ইসলাম | স্বতন্ত্র | ট্রাক |
ডা. মো. এনামুর রহমান | আওয়ামী লীগ | নৌকা |
আইরিন পারভীন | বাংলাদেশ জাতীয় পার্টি | কাঁঠাল |
নুরুল আমীন | গণ ফ্রণ্ট | মাছ |
মাহাবুবুল হাসান | তৃণমূল বিএনপি | সোনালী আঁশ |
মিলন কুমার ভঞ্জ | বাংলাদেশ কংগ্রেস | ডাব |
মো. ইসরাফিল হোসেন সাভারী | ন্যাশনাল পিপলস পার্টি | আম |
মো. জুলহাস | বাংলাদেশ সুপ্রিম পার্টি | একতারা |
মো. সাইফুল ইসলাম মেম্বার | বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম | নোঙ্গর |
ঢাকা ২০ | ||
মোহাদ্দেছ হোসেন | স্বতন্ত্র | কাঁচি |
এম এ মালেক | স্বতন্ত্র | ট্রাক |
বেনজীর আহমদ | আওয়ামী লীগ | নৌকা |
খান মোহাম্মদ ইসরাফিল | জাতীয় পার্টি | লাঙ্গল |
মো. মিনহাজ উদ্দিন | বাংলাদেশ সুপ্রিম পার্টি | একতারা |
মো. আমিনুর রহমান | মুক্তিজোট | ছড়ি |
রেবেকা সুলতানা | ন্যাশনাল পিপলস পার্টি | আম |