ঈদের সময় ছাগলকাণ্ডের জেরে সাদিক অ্যাগ্রোর দখল করা খালের জায়গা উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
Published : 14 Aug 2024, 08:09 PM
‘ছাগলকাণ্ডের’ জেরে ঢাকার মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের জায়গায় সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা ও খামারের অংশ উচ্ছেদ হওয়ার পর পড়ে থাকা খালি স্থানটি ক্ষমতার পালাবদলে রাতিরাতি নতুন দখলদারদের নিয়ন্ত্রণে চলে যায়।
টিনের ছাউনি ও বেড়া দিয়ে তৈরি দুটি ছাপড়া ঘর তুলে তার একটি ঝুলিয়ে দেওয়া হয় স্থানীয় বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড।
তাতে লেখা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সাতমসজিদ হাউজিং ইউনিট, ৩৩ নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগর উত্তর।’
বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক অবশ্য বলেছেন, বিএনপির নেতাকর্মীরাই স্থাপনটি গুড়িয়ে দিয়েছেন। সব অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।
ঈদের সময় কোটি টাকার ‘অভিজাত’ গরু এবং ‘১৫ লাখ টাকার’ খাসি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বেরিয়ে আসে ১৫ লাখ টাকায় খাসি কেনার তথ্য প্রচার করা তরুণের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির বিষয়টি।
এ নিয়ে তোলপাড়ানের মধ্যে বেরিয়ে আসে সাদিক অ্যাগ্রোর রামচন্দ্রপুর খাল দখল করে খামার গড়ে তোলার বিষয়টি। এর পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন অভিযান চালিয়ে খালের জায়গা দখলমুক্ত ২৭ জুন।
সেই থেকে জায়গাটি খালি পড়ে ছিল। গণআন্দোলনে শেখ হাসিনার পতনের পরই একদল লোক রাতের আঁধারে ওই জায়গায় বিএনপির কার্যালয় বানানোর কাজ শুরু করেছিলেন।
সমালোচনার মুখে বুধবার কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সেই অফিস উচ্ছেদ করা হয়েছে বলে জানাচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
এদিন দুপুরে মোহাম্মদপুরের সাত সমজিদ হাউজিং এলাকায় যান আনিমুল হক। সেখানে খালের জায়গায় গড়ে তোলা রাজনৈতিক কার্যালয়টি দেখে তা ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, বিএনপির কেউ দখলদারিত্বের সঙ্গে জড়িত নয়, কেউ যদি জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল হকের ভাষ্য- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
বুধবার বিকালে সেখানে গিয়ে দেখা যায়, শুধু বিএনপির রাজনৈতিক কার্যালয়-ই নয়, খালের দখলমুক্ত হওয়া জায়গায় সারি করে ঘর নির্মাণের চেষ্টা করেছিলেন স্থানীয় আরও কয়েকজন দখলদার। এরই মধ্যে অন্তত ২০টি ঘরের বাঁশের কাঠামো তৈরি করা হয় সেখানে।
বিএনপির নেতাকর্মীরা বুধবার সেখানে গিয়ে এসব অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছেন। পরে বাঁশের কাঠামোগুলোও সরিয়ে নেন দখলদাররা।
রামচন্দ্রপুর খাল উদ্ধার করে পুরো জায়গাটি উন্মুক্ত করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু স্থানীয় কিছু ট্রাক শ্রমিক দখলের উদ্দেশ্যে টিনের প্রাচীর তৈরি করেন দখলমুক্ত জায়গায়। বুধবার সেগুলোও ভেঙে দেন বিএনপির নেতাকর্মীরা।
আরও পড়ুন
এনবিআরের মতিউর ও স্ত্রী-পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোনালী ব্যাংকের পদও হারালেন এনবিআরের মতিউর
'ছাগল কাণ্ড': মতিউর ও তার পরিবারের বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ