অবকাশকালীন চেম্বার জজ থাকবেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক।
Published : 07 Sep 2024, 09:36 PM
সুপ্রিম কোর্টের উভয় বেঞ্চে অবকাশের সময় সংক্ষিপ্ত পরিসরে বিচারকাজ পরিচালনার জন্য হাই কোর্টের কয়েকটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
রোববার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশ চলবে। তার আগে শনিবার দুটি পর্বে অবকাশকালীন বেঞ্চ গঠনের কথা জানাল সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রথম পর্বে ৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাতটি বেঞ্চ দেওয়া হয়েছে, যার মধ্যে পাঁচটি দ্বৈত এবং দুটি একক।
দ্বৈত বেঞ্চগুলোর বিচারকরা হলেন- বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম; বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ; বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী এবাদত হোসেন; বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হক।
একক বেঞ্চ দুটিতে থাকবেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি আহমেদ সোহেল।
দ্বিতীয় পর্বে ১ থেকে ১৭ অক্টোবর পর্যন্তও দেওয়া হয়েছে সাতটি বেঞ্চ, যার মধ্যে তিনটি দ্বৈত এবং চারটি একক।
দ্বৈত বেঞ্চ তিনটির বিচারকরা হলেন- বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. আলী রেজা; বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. বজলুর রহমান এবং বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হক।
একক বেঞ্চগুলোতে থাকবেন বিচারপতি মামনুন রহমান, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি মহি উদ্দিন শামীম ও বিচারপতি মো. আতাবুল্লাহ।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার জজ হিসেবে বিচারকাজ পরিচালনা করবেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক।
তিনি সেপ্টেম্বরের ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ এবং অক্টোবরের ২, ৭, ৮, ১৬ ও ১৭ তারিখ অবকাশকালীন জজ হিসেবে বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি নেবেন।