জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে।
Published : 06 Feb 2024, 06:17 PM
দেশের নামিদামি ব্র্যান্ডের লোগো নকল করে তৈরি জুতা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার ঢাকার জুরাইন ও পোস্তগোলা এলাকায় জুতার পাইকারি বাজারে আলম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নকল জুতা তৈরির সব উপকরণ ধ্বংস ও কারখানা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে।
অভিযানে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম এবং শাহ আলম।
অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, নামি ব্র্যান্ডের লোগো হুবহু নকল করে অনুমোদনহীন এসব পণ্য বাজারজাত করায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানাসহ অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
নকল পণ্যের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান কর্মকর্তারা।