রাস্তায় স্লোগানে স্লোগানে ঢোল বাজিয়ে নেচে-গেয়ে উল্লাস করে মানুষ।
Published : 05 Aug 2024, 08:36 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করায় রাজধানীতে বিজয় উল্লাস করেছে মানুষ।
সোমবার বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দেশ ত্যাগের খবর আসে।
এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানী জুড়ে রাস্তায় নেমে পড়ে মানুষ। পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা বিজয়োল্লাস করেন।
শেখ হাসিনার দেশত্যাগের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ ও শহীদ মিনার এলাকায় জনস্রোত নামে। অনেকে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে, ভেঁপু আর ঢোল বাজিয়ে নেচে-গেয়ে উল্লাস করেন। তাদের অনেকের হাতে ও মাথায় বাঁধা ছিল জাতীয় পতাকা।
এসময় তারা ‘এই মুহূর্তে খবর এল, শেখ হাসিনা পালিয়ে গেল’, ‘হৈ হৈ রৈ রৈ, শেখ হাসিনা গেলি কই’- এমন বিভিন্ন স্লোগান দেন।
বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের খুঁটিতে আঁকা শেখ হাসিনার প্রতিকৃতি ‘বিকৃত করে’ ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তারা ছাত্রলীগ নেতাদের ছবি পুড়িয়েও উল্লাস করেন। সন্ধ্যায় টিএসসি এলাকায় ফোটানো হয় আতশবাজি।
টিএসসি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া তাসনিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বৈরাচার থেকে দেশ আবার স্বাধীন হল। খুবই খুশি লাগছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না।”
মাহবুবুর রহমান নামে এক তরুণ বলেন, “ছাত্র সমাজের রক্ত বৃথা যেতে পারে না। যেই শাসকই শিক্ষার্থীদের রক্ত নিয়ে হলিখেলা করেছে, তারা ক্ষমতায় থাকতে পারেনি। আজকে তা আবারও প্রমাণিত হল।”
পুরান ঢাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, “আজকে একটি ঐতিহাসিক বিজয় অর্জিত হল। কিন্তু এই বিজয়ে অনেক বেশি রক্ত দিতে হয়েছে। এই বিজয়ে যারা প্রাণ হারিয়েছে, তারা শহীদের মর্যাদা পাক।”
শেখ হাসিনার দেশত্যাগের খবরে এদিন গণভবনের দিকে ঢল নামে মানুষের। তারা গণভবনের ভেতরে প্রবেশ করে উল্লাস করেন। সেখান থেকে নামিদামি জিনিসপত্র, টেলিভিশন, ফুলের টব, হাঁস, বালতি, মাছ, মাংস নিয়েও বের হতেও দেখা গেছে অনেককে।
সংসদ ভবনের বিভিন্ন কক্ষেও প্রবেশ করেন তারা। চেয়ার বসে ছবি তোলেন। কেউ নাচানাচি আর হৈ-হুল্লোর করছিলেন। সংসদের লেকে নেমে গোসলও করেন।
এছাড়া ঢাকার প্রায় সব সড়কেই মানুষের ঢল নামে। গুলশান, বনানী ও মহাখালী এলাকাতেও মানুষের বিজয়োল্লাস করতে গেছে। ছোট ছোট খণ্ডে মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা। এলোমেলো ঘোরাফেরা করছিলেন। অনেকে জনস্রোতের ছবি ও ভিডিও ধারণ করছিলেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর ৩ শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হল।
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছানোর খবর আসার পর সেখান থেকে তার উড়োজাহাজে দিল্লির পথে রওনা দেওয়ার তথ্য এসেছে।
সরকার পতনের খবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সভাপতির কার্যালয়ের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও হামলা চালিয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন-
গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ
গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর