গণভবনের ভেতরে বাইরে লাখো মানুষ জড়ো হয়েছেন।
Published : 05 Aug 2024, 03:53 PM
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের দ্বিতীয় দিন ঢাকামুখী জনস্রোতের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন চলে গেছে জনতার দখলে।
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্যে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে বেলা ৩টার দিকে তারা গণভবনে ঢুকে পড়ে।
এরপর থেকেই গণভবন ছাত্র, ক্ষুদে শিশুসহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দখলে।
গণভবনের সবুজ মাঠে তাদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়।
এসময় অনেককে কোল বালিশ, ঘটিবাটি ও বালতি ভরে গণভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়।
কারো হাতে চেয়ার, কারো হাতে বড় মাছ বা কারো হাতে কবুতরও দেখা গেছে।
মোট কথা, যে যেভাবে যা পেয়েছে নিয়ে গেছেন।
জনতা সেখানে বিজয়োল্লাস করে ‘ভুয়া’, ’ভুয়া’ ও ’পালাইছে’, ‘পালাইছে’সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে।
এর আগেই শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার খবর আসে।
এই খবরে আন্দোলনকারীসহ সকল শ্রেণির মানুষের পথেঘাটে উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে।