Published : 05 May 2025, 07:46 PM
জনসমক্ষে নারীদের ‘বেশ্যা’ বলার অভিযোগে হেফাজতে ইসলামকে আইনি নোটিস দিয়েছেন ছয় নারী, যাদের মধ্যে তিনজন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেত্রী এবং বাকিরা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন।
সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। এনসিপির তিন নারী নেত্রী হলেন সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ।
সৈয়দা নীলিমা দোলা ও দ্যুতি অরণ্য চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারীদের প্রতি হেফাজতের প্রকাশ্য বিদ্বেষমূলক মন্তব্য, বিশেষ করে মাইকে নারীকে ‘বেশ্যা’ বলে গালি দেওয়া, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই মন্তব্যের প্রতিবাদে আইনজীবীর মাধ্যমে সোমবার দুপুরে হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিস পাঠানো হয়।
নারী সংস্কার কমিশন গঠনের প্রস্তাবনার প্রেক্ষাপটে নোটিস পাঠানো নারীরা বলেছেন, পাবলিক স্পেসে নারীকে গালি দেওয়ার অধিকার কারো নেই। নতুন বাংলাদেশে এ ধরনের নিপীড়নের কোনো স্থান নেই।
“জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে, এই নতুন বাংলাদেশে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে নারীদের প্রতি সম্মান অপরিহার্য,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
প্রস্তাবিত নারী সংস্কার কমিশন নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে নারীদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করা যাবে, মন্তব্যও করেন নোটিসদাতারা।
ইসলামী যে আইন দেশে আছে সে অনুযায়ী হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তারা।