বিমানের ভাষ্য, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন পদে অবৈধ নিয়োগ বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং আটক মেহেদী সেই চক্রের সক্রিয় সদস্য।
Published : 22 Feb 2025, 10:21 PM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে অংশ নিতে আসা একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মেহেদী হাসান। ২৮ বছর বয়সী এ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিমান।
বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি বলেছে, শনিবার তাদের মটর ট্রান্সপোর্ট (এমটি) অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষায় রাজধানীর কাওলা সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অন্যের ‘প্রক্সি’ পরীক্ষা দিতে আসেন মেহেদী। সেখানে তিনি মো. রিয়াদ উদ্দিন নাহিদ নামে আরেকজনের হয়ে পরীক্ষায় অংশ নেন।
পরে ওই কেন্দ্রের পরিদর্শক হিসেবে দায়িত্বে থাকা বিমানের সহকারী ব্যবস্থাপক কাজী রাজীব হোসেন পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে চেহারার মিল না পাওয়ায় তাকে আটক করেন।
জিজ্ঞাসাবাদে মেহেদী প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দর থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে বলে তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিমানের ভাষ্য, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বিমানের বিভিন্ন পদে অবৈধ নিয়োগ বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং আটক মেহেদী সেই চক্রের সক্রিয় সদস্য।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ওই চক্রের তিন সদস্যকে বিমানের ‘গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট' পদে নিয়োগ পরীক্ষার সময় আটক করা হয়েছিল। তারা তিনটি কেন্দ্রে প্রক্সি পরীক্ষা ও মোবাইল ডিভাইসের সাহায্যে কেন্দ্রের বাইরে থেকে উত্তর সংগ্রহে জড়িত ছিল বলে প্রমাণ পাওয়ার পর তাদের আটক করে নিকটস্থ থানার পুলিশের কাছে তুলে দেয় বিমান বাংলাদেশ।
পুরনো খবর-