যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
Published : 10 Apr 2025, 08:27 PM
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ দাওলা মারা গেছেন।
১৯৯৩ সাল থেকে টানা ২০০৭ সাল পর্যন্ত স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম।
প্রায় এক বছর ধরে ছয় ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন আশরাফ দাওলা।
ফারুকুল ইসলাম বলেন, “আশরাফ দাওলা একজন মানবিক, দূরদর্শী এবং অগ্রগামী সংগঠক, যার নেতৃত্বে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ আত্মত্মপ্রকাশ করে এবং দেশের অগণিত বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদের জীবনকে ছুঁয়ে যায়।
“তাঁর অশেষ অবদান, নিষ্ঠা ও নেতৃত্ব বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্রীড়াক্ষেত্রে অন্তর্ভুক্তি এবং সমাজে সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে অনুপ্রেরণা যুগিয়েছে। ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কা পেয়েছিলেন।”
তিনি বলেন, “আশরাফ দাওলা আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন ও কর্ম আমাদের পথপ্রদর্শক হয়ে চিরকাল বেঁচে থাকবে।”