তিনি বলেন, “আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচিত হয়,” বলেন তিনি।
Published : 11 Sep 2024, 08:05 PM
আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তথ্য তুলে ধরে তিনি বলেছেন, “ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে।”
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেওয়া তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয়েছে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ অগাস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।
অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই সরকারের গৃহীত কার্যক্রম এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে পররাষ্ট্রনীতি নিয়েও আলোকপাত করে তার পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি তার ভাষণে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের রূপরেখা কেমন হবে, তার আভাস দিয়ে বিশেষ করে বন্যা মোকাবেলায় ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর হয়েছে বলে তুলে ধরেছেন তিনি।
মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, “ভারতের সঙ্গে বন্যা মোকাবেলায় উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সহযোগিতার আলোচনা শুরু হয়েছে।”
তিনি বলেন, “আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচিত হয়। ”