লেবানন থেকে দ্বিতীয় দফায় আরও ৬৫ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে বুধবার।
Published : 21 Oct 2024, 10:14 PM
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগে প্রথম দফায় ৫৪ জন দেশে ফিরেছেন।
সোমবার সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সম্পূর্ণ সরকারি খরচে ফিরেছেন তারা।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসীদের অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েল। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে ইসরায়েল।
দেশটির দক্ষিণাঞ্চলে স্থল আক্রমণ শুরুর পর ইসরায়েলি সামরিক বাহিনীর এলাকা খালি করার নির্দেশে লেবাননের ১২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে।
এমন অবস্থার মধ্যে দেশে ফিরে আসার জন্য আকুতি জানিয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকেই। এ বিষয়ে সরকারি সিদ্ধান্তের পর যারা ফিরতে ইচ্ছুক, তাদের নিবন্ধন করতে বলা হয়।
সেই নিবন্ধনে ১ হাজার ৮০০ জনের তালিকা পাওয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। নিয়মিত-অনিয়মিত সবার ক্লিয়ারেন্স পাওয়ার প্রক্রিয়া চলার কথাও বলেছেন তিনি।
প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকারের এই উদ্যোগে প্রথমবারের মত ৫৪ জন দেশে ফিরেছেন। নিবন্ধনকারী বাকিদেরও পর্যায়ক্রমে ফেরাবে সরকার।
প্রথম দফায় দেশে আসা প্রবাসীদের স্বাগত জানাতে বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আইওএমের পক্ষ থেকে লেবানন থেকে ফেরত আসা প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দ্বিতীয় দফায় আরও ৬৫ জন বাংলাদেশি মঙ্গলবার বৈরুত থেকে দেশের উদ্দেশে রওনা হবেন। বুধবার সন্ধ্যায় দেশে ফেরার কথা তাদের।