আগের বার ৩৪ দিন সময় পেয়েছিল মামলার তদন্ত সংস্থা র্যাব; এবার পেল আরও ৪২ দিন।
Published : 09 Apr 2023, 07:23 PM
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে এবার আরও ৪২ দিন সময় পেল তদন্ত কর্তৃপক্ষ।
রোববার ঢাকার মহানগর হাকিম মো. রাশিদুল আলম আগামী ২২ মে প্রতিবেদন দেওয়ার জন্য দিন রাখেন বলে মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান।
এর আগে গত ৫ মার্চ ৯৬ বারের মত তারিখ নিয়েছিল তদন্ত সংস্থা র্যাব; এর ৩৪ দিন পর রোববার প্রতিবেদন দেওয়ার তারিখেও তা জমা না দেওয়ায় এবার তা ৯৭ বারের মত পেছাল।
র্যাবের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট খন্দকার শফিকুল আলম মামলাটি তদন্ত করছেন। এর আগে মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিল দুটি আদালত।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
সেই রাতে সেই ফ্ল্যাটে তারা দুজনের সঙ্গে ছিল তাদের একমাত্র সন্তান পাঁচ বছর বয়সী মাহিন সরওয়ার মেঘ। তাকে উদ্ধৃত করে পুলিশ তখন জানিয়েছিল, খুনি ছিল দুজন।
আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপর বছরের পর বছর গড়ালেও খুনিরা অধরাই থেকে গেছে।
হত্যাকাণ্ডের পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের রোমান। বিভিন্ন সময়ে মোট আটজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনও পান।
প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশ আলোচিত এ হত্যা মামলার তদন্তে নামে। চারদিন পর তদন্তের ভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে।
তারা রহস্যের কিনারা করতে না পারায় হাই কোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
পুরনো খবর
সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন এল না ৯৬ তারিখেও
সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা হল না ৯২তম তারিখেও
সাগর-রুনি খুন: ‘না পারলে তারা বলুক, সরি’
সাগর-রুনি হত্যা: ১১ বছরেও তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
সাগর-রুনি হত্যা: রহস্য উদঘাটনে আদালতের নির্দেশনা দাবি সাংবাদিকদের
সাগর-রুনি হত্যা: তদন্তকারীদের ‘পেশাদারিত্বে’ আর ভরসা পাচ্ছে না পরিবার