Published : 11 May 2024, 06:10 PM
চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ৭৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে ২৭২ জন চেয়ারম্যান, ২৬৬ জন ভাইস চেয়ারম্যান ও ১৯৯ জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী।
এ ধাপে চারটি উপজেলায় চারটি পদে চারজন একক প্রার্থী রয়েছে৷ চেয়ারম্যান পদে কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ভাইস চেয়ারম্যান পদে টাঙ্গাইলের গোপালপুর, কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একজন করে প্রার্থী রয়েছেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোট হবে ৫ জুন।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা জানানো হবে।
এবার মোট চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা পরিষদে ভোট হয় ৮ মে।
দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায় ভোট ২১ মে, তৃতীয় ধাপে ১১২টির ভোট ২৯ মে ও এবং চতুর্থ ধাপে ৫৬টিতে ৫ জুন ভোটের তারিখ ঠিক করা হয়েছে।
আরও পড়ুন:
প্রথম ধাপের উপজেলা ভোটে চেয়ারম্যান হলেন যারা
বগুড়ার ২ উপজেলায় জয় পেলেন সংসদ সদস্যের ভাই ও ছেলে
উপজেলা নির্বাচন: প্রথম ধাপে ভোট পড়েছে ৩৬.১%
এবার আওয়ামী লীগের 'নৌকা'বিহীন ভোট-কৌশলের পরীক্ষা